
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে মহানন্দা সেতুর টোলপ্লাজা অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চলাচলকারী শতাধিক পণ্যবাহি ট্রাক, বাসসহ অন্যান্য যানবহন আটকে পড়ে। দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, শুক্রবার সকালে পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমানের গাড়ি বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলপ্লাজা অতিক্রম করছিল। এ সময় টোল দেওয়াকে কেন্দ্র করে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে অধ্যক্ষ ক্যাম্পাসে ফিরে গেলে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা গিয়ে টোলপ্লাজা অবরুদ্ধ করে এবং চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবস্থান নেয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহানন্দা...
Developed by BDITHOST