নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১০:২১। ৮ মে, ২০২৫।

অনন্যা ফাতিমা এখনো সিঙ্গেল!

মে ৮, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন মডেল ফাতিমা আক্তার অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্রীড়াপ্রেমী মডেল জানালেন ক্রিকেট খেলার পেছনের কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ভাবনার কথা।

সাক্ষাৎকারে ফাতিমা আক্তার অনন্যা বলেন, ‘আমি আসলে নিজে ছোটবেলা থেকে খেলাধুলা অনেক পছন্দ করি। আমি নিজে অনেক খেলাধুলা করেছিলাম, নিজে একজন অ্যাথলেট ছিলাম। আমি জাতীয় পর্যায়ে খেলেছি।’

এভাবেই খেলাধুলার প্রতি তার ভালোবাসার কথা জানালেন তিনি। যখনই শুনেছেন বড় পরিসরে ক্রিকেট খেলা হচ্ছে, বিশেষ করে এবারের আসর ইনডোর থেকে আউটডোরে এত বড় স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে, তখন তার মনে হয়েছে অবশ্যই খেলা উচিত। এই ভাবনা থেকেই ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

গত এক সপ্তাহ ধরে দীর্ঘ সময় অনুশীলনও করেছেন তিনি। যেহেতু কেউই পেশাদার ক্রিকেটার নন, তাই বোল্ড আউট না হওয়ার জন্য বেসিক বিষয়গুলো শিখে নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন যেন ভালো খেলতে পারেন।

বর্তমানে কোনো নাটক বা সিনেমায় কাজ করছেন না বলে জানিয়েছেন তিনি। মডেলিং করছেন এবং সেটাকেই ভালোভাবে করতে চান। একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে কাজ করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে দেখতে পাবেন।’

সম্পর্কের বিষয়ে খোলামেলা উত্তরে এ মডেলের ভাষ্য, ‘এখন পর্যন্ত সিংগেল। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় সরাসরি কথা বলি। যখন মিঙ্গেল হবো অবশ্যই সোস্যাল লাইফ দেখলেও বোঝা যায়, সবাইকে জানাবো।’

তবে মিডিয়ার কোনো ছেলেকে বিয়ে চান না তিনি। তার মতে, ‘ মিডিয়ার ছেলেক চাই না। একই পেশার মানুষ হলে অনেক বেশি মতপার্থক্য হতে পারে, যদিও বোঝাপড়ার সুবিধাটাও থাকে। মিডিয়ার বাইরের কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।