শিক্ষিত পরিবারটিতে সাহিত্য-সংস্কৃতির চর্চা সমাজের অন্যদের কাছ থেকে শ্রদ্ধা আদায় করেছিল এতকাল। পরিবারের বাবা-মা যার যার ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এক পুকুর বিশুদ্ধ দুধের মধ্যে এক ফোঁটা গোবরের মতো উদাহরণ হিসেবে দাঁড়িয়ে গেল পরিবারের একমাত্র পুত্রধন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষিত মানুষটি আত্মীয়-স্বজনসহ নানা জনের কাছ থেকে টাকা ধার করতে শুরু করেছে। কারণ হিসেবে বলে, সংসারের খরচ চালাতে সাহায্য দরকার। কখনো বলে মায়ের অসুখ, কখনো বাবার। একজনের কাছ থেকে ধার নিয়ে আরেকজনকে শোধ করে। কয়েকজনকে শোধ করল না, তখন এই টাকা ধারের বিষয়টি কানে এল বাবা-মায়ের। ছেলে টাকা দিতে পারছে না, মানুষ ছেলের বাবার কাছে টাকা চাইতে এলেন। বাবা-মায়ের পেনশনের টাকা আছে, জমি-জমার আয় আছে, একমাত্র পুত্রের দেনা মেটানো বাবা-মায়ের জন্য সহজ বিষয় এমনটিই ভেবেছেন অন্যরা।লজ্জিত বাবা-মা সত্যিই পুত্রের...
Developed by BDITHOST