মুনা সুলতানা,জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের পূর্নাঙ্গ নীতিমালা অনুমোদিত হয়েছে বিশেষ এক সিন্ডিকেট সভায়। মঙ্গলবার (২৬ আগস্ট) ভিসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ বিশেষ সিন্ডিকেট সভার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় জকসু আইনের পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও সংশোধন করে অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সম্পাদনা শেষে আগামী রবিবারের মধ্যে নীতিমালা ইউজিসিতে পাঠানো হবে। সরকার কর্তৃক অনুমোদনের পর সংবিধি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।