
স্টাফ রিপোর্টার: অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে নগরীর ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় এই আহ্বান জানান তিনি। এদিন মহানগরীর ৩ নং ওয়ার্ডের ডাঁশপুকুর মসজিদে আসরের নামাজ আদায়ের পর গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এরপর নিমতলা জয় বাংলা মোড় ও বহরমপুর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন। পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যারা ধর্মের অপব্যবহার করে মিথ্যা কথা বলবে, তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। একটি দল বলছে, ‘তাদের মার্কায় ভোট দিলে একটি হজে¦র সওয়াব পাওয়া যাবে।’ এই রকম কোন কথা ইসলাম ধর্মে নেই। যারা এসব কথা বলবে,...
Developed by BDITHOST