নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:৫১। ৭ জুলাই, ২০২৫।

অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জুলাই ৬, ২০২৫ ১১:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন , অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন।

তিনি আজ ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ। স্বাগত বক্তব্য প্রদান করেন লোক নাট্যদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে নাট্য জগতের অনেক নাট্য ব্যক্তিত্ব, পরিবারের অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ২৪২ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত

বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম লোক নাট্যদল উল্লেখ করে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে নাট্য থিয়েটার এখনো মানুষের কাছে আছে। এই নাট্যদলের ছেলে মেয়েকে আমি দেখেছি সৃজনশীল, সৃষ্টিশীল কিছু করার অপরিসীম ইচ্ছে। তিনি বলেন, আমার ধারনা আজকে এই লোক নাট্যদলের ৪৪ বছর উদযাপন করছি তা এই নাট্য দলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করার কারণে। উপদেষ্টা বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করতে পারি সেই ভাবনা আমাদের করতে হবে। তিনি বলেন, আমাদের শিশু একাডেমীকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতে সুস্থ , সুন্দর ও মানবিকতার চর্চা ছড়িয়ে দিতে চাই।

আরও পড়ুনঃ  গণভবন জয় করেছি, সংসদও জয় করব : রাজশাহীতে নাহিদ ইসলাম

তিনি আরো বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়, সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মানিত সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত থেকে

আরও পড়ুনঃ  প্রেমের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী

এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।