নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১১:০৬। ২৪ মে, ২০২৫।

অবশেষে টেস্টে ভারতের নতুন অধিনায়ক ঘোষণা

মে ২৪, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটে গত কয়েক সপ্তাহে বেশকিছু নাটকীয় ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যখন আসন্ন, ওই মুহূর্তে প্রথমে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর নতুন অধিনায়ক কে হতে পারেন সেই জল্পনা চলছিল। এরই মাঝে সবাইকে চমকে দিয়ে টেস্টকে বিদায় বলে বসেন বিরাট কোহলি। যা নিয়ে নানামুখী যুক্তি-তর্ক হয়েছে। এসব ঘটনার পর অবশেষে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই।

সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভমান গিল। তার নামটাই এলো আনুষ্ঠানিক ঘোষণায়। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে। এটি হবে জাতীয় দলে গিলের পূর্ণ মেয়াদে প্রথমবার নেতৃত্ব পাওয়া ঘটনা। টেস্টে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্তকে। এর আগে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ পর্যন্ত ভারতের অধিনায়কত্বে রোহিত ও তার সহকারীর ভূমিকায় ছিলেন জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুনঃ  পাকিস্তানে যক্ষ্মা আক্রান্ত হাতিকে দৈনিক খাওয়ানো হচ্ছে ৪০০ ট্যাবলেট

অভিজাত এই ফরম্যাটে গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে আজ (শনিবার) মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। এ সময় তিনি বলেন, ‘হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি। পরিশেষে আমাদের আশা উপযুক্ত ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ  বনি-কৌশানীর প্রেমময় বালি ভ্রমণ

ভারত আগে থেকেই চাচ্ছিল দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময় একজনের কাঁধে টেস্টের নেতৃত্ব তুলে দিতে। সাবেক ভারতীয় পেসার ও নির্বাচকও সেটাই বললেন এবার, ‘আপনি কেবল এক-দুটি সফরের জন্য অধিনায়ক বেছে নিতে পারেন না। গত এক-দুই বছরধরে আমরা গিলের মাঝে কিছু উন্নতি লক্ষ্য করেছি। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি কঠিন হতে যাচ্ছে, হয়তো সে সেখানে কিছু বিষয় শিখবে। তবে আমরা আত্মবিশ্বাসী। এটি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) নতুন চক্র, যেখানে নতুন করেই শুরু করতে হবে। তাই কারও জন্য এটি বড় সুযোগও।’

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

মনসুর আলী খানের পর ২৫ বছর বয়সী শুভমান গিল হতে যাচ্ছেন ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। সবমিলিয়ে তিনি ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ। আগারকার বলেন, ‘ইংল্যান্ডে সবাই নিজেদের পরীক্ষা করতে যায়, একইভাবে অস্ট্রেলিয়াতেও। সেখানে সে (গিল) ভালো করবে বলে আমরা আশাবাদী। রোহিত ও বিরাটের (কোহলি) পর এটি আমাদের জন্য বড় ট্রানজিশন মুহূর্ত। এটি নতুন চক্র, যেখানে অভিজ্ঞতা সহায়ক হতে পারে। কঠিন হবে জানি, তবে গিল ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সচেতন হওয়ায় সেটি বড় ইস্যু হবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।