
বিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব অভিনেত্রী তাপসী পান্নু। শুধু অভিনয় নয়, বরং প্রযোজনাও করছেন তিনি। রাগী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত এ অভিনেত্রী। যেকোনও বিষয়েই সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে। তবে এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। সোমবার (১৭ জুলাই) ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন করেন তাপসী। সেখানে ভক্তরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও করে পোস্ট করেছেন অভিনেত্রী। অসভ্যতা না করলে আমিও চেঁচাব না, সাবধান করলেন তাপসী সেখানে এক ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করবেন?’ এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, ‘আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং এখনই বিয়ে করছি না। তবে যখন করব, সবাইকে জানিয়েই করব।’ নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে...
Developed by BDITHOST