
স্টাফ রিপোর্টার: বেশ কিছুদিন থেেেকই রাজশাহীতে অব্যাহত ছিলো তীব্র তাপদাহ। রাজশাহীবাসী অপেক্ষা করছিলো কবে নামবে বৃষ্টি। তবে রাজশাহীবাসীর সেই অপেক্ষা শেষ করে শুক্রবার (৯জুন) দুপুর দুইটার দিকে নামে স্বস্থির বৃষ্টি। এতেই জনমনে স্বস্থি ফিরে এসেছে। গত দুইদিন থেকে সকালের সূর্য দেরীতে উঠতে দেখা যায়। তবে ভ্যাপসা গরম ছিলো প্রচন্ড রকমের। বেলা ১১ টার পর প্রচন্ড রোদ উঠতে দেখা যায়। আজ শুক্রবার জুম্মার নামাজের আগেই আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর দুইটার দিকে হালকা বাসাতের সাথে মেঘের গর্জন উঠে। পরে বৃষ্টি হতে দেখা গেছে। রাজশাহী মহানগরীর, সাহেব বাজার, আলপট্টি, কল্পণা সিনেমা হল মোড়সহ বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখো গেছে। রাজশাহী মহানগরী ছাড়াও গোদাগাড়ী-তানোর এলাকায় বৃষ্টি হওয়ার খবর জানা গেছে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখার সময়ও রাজশাহীর আকাশে মেঘ...
Developed by BDITHOST