এম এ রশীদ, সিলেট : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকবৃন্দ জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ সকল প্রতিকূল সময়ে তাঁরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অবসরকালে তাঁদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সিলেটে সার্কিট হাউজ মিলনায়তনে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো. আকিকুর রেজা, সিলেট মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহম্মদ বদরুদ্দোজা বদর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ। প্রতিকুল সময়ে যদি সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সময়ে সুফল পাওয়া যায় উল্লেখ...
Developed by BDITHOST