
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে। নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার বিকেলে উপজেলা সদরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে এই সহযোগিতা চান শরিফুজ্জামান শরিফ। শরিফুজ্জামান শরিফ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমিও আমার কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাংচুর করা হয়েছে। নির্বাচন পরিচালনা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি নেতাকর্মীদের শান্ত...
Developed by BDITHOST