
অনলাইন ডেস্ক : বৈথ নথিপত্র ছাড়া অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পাঁচ বাংলাদেশি ও দুই রোহিঙ্গাকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে রোববার ত্রিপুরা পুলিশ জানিয়েছে। শনিবার অভিযান চালিয়ে ত্রিপুরার ঢালাই জেলা থেকে পাঁচ বাংলাদেশি ও সন্দেহভাজন দুই ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ। ওই দুই দালাল অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তা করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কর্মকর্তা বলেছেন, ঢালাই জেলায় আটক বাংলাদেশিদের সবাই মৌলভীবাজার ও সিলেট জেলার বাসিন্দা। তিনি বলেছেন, আটককৃত বাংলাদেশি নাগরিকরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় আটক দুই ভারতীয় নাগরিক অর্থের বিনিময়ে অবৈধ অভিবাসনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, এর...
Developed by BDITHOST