নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৫০। ৩১ অক্টোবর, ২০২৫।

অভিনব কায়দায় গাঁজা বহনকালে পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারী গ্রেফতার

অক্টোবর ৩০, ২০২৫ ৩:২৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ থেকে পিকআপ ভ্যানের স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে-কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজশাহী অভিমুখে আসছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে পিকআপভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া নাসিরনগর থানার হেলপার মো. আলম (২৫), ।

অভিযানে জব্দ করা হয়-৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি পিকআপ, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, তল্লাশিকালে পিকআপের চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি বিশেষ চেম্বারের ভেতর অভিনব কায়দায় গাঁজা লুকিয়ে রাখা হয়। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে ওই গোপন চেম্বারের অস্তিত্ব বোঝার উপায় ছিল না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগে তারা পিকআপে মালামাল পরিবহনের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অঞ্চল থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।