
স্টাফ রিপোর্টার: এবার আমের জন্য ভাল আবহাওয়া ছিল রাজশাহী অঞ্চলে। ঝড়-ঝাপ্টা, শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ তেমন ছিল না। তাই আমের উৎপাদন হয়েছে ভাল। এ জন্য জাতভেদে কিছু কিছু আমের দাম ছিল কম। তারপরও কৃষি বিভাগের আশা, আমের রাজ্যের অর্থনীতিতে আম থেকেই এবার যোগ হবে প্রায় সাত হাজার কোটি টাকা। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা, রাজশাহীতে প্রায় দেড় হাজার কোটি টাকা, নওগাঁয় প্রায় দুই হাজার কোটি টাকা এবং নাটোর থেকে প্রায় ৩৮৫ কোটি টাকার আম বিক্রি করার আশার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকেরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সঙ্গ পেতে নাটোরে আমচাষ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। তাই শুধু নাটোরের জন্য একটি প্রকল্পও নেওয়া হয়েছে। এই জেলায় এবার ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমবাগান রয়েছে।...
Developed by BDITHOST