
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শিরোইল কলোনি, হাজরাপুকুর, আসাম কলোনী, রবের মোড়, কানামোড়, ছোট বনগ্রাম, শিরোইল, বাস্তহারা, ভদ্রামোড়, পদ্মা আবাসিকসহ শহরজুড়ে ‘মাদকসম্রাজ্ঞী’ হিসাবেই পরিচিত শ্যামলী বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদকসম্রাজ্ঞীদের মধ্যে এক নম্বরে আছেন তিনি। অথচ শ্যামলীর বিরুদ্ধে কোনো তথ্য নেই চন্দ্রিমা থানার ওসি মাবুব আলমের কাছে। ওসি বলছেন, মাদক ছাড়া কাওকে গ্রেফতার করা যায়না! ২ যুগ ধরে মাদক ব্যবসা করে আসা শ্যামলী একসময় খুচরা হেরোইনের পুরিয়া বিক্রি করতেন। এখন রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন এনে ট্রেনযোগে ঢাকায় পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করছেন তিনি। রেলওয়ে বস্তিতে নিজস্ব বাহিনী গড়েছেন তিনি। শ্যামলীর বিরুদ্ধে কেও কথা বল্লে বাহিনী দ্বারা প্রতিহত করা হয় তাদের। বিনিময়ে তাদের হেরোইন খাওয়ানো হয় ফ্রিতে। এছাড়া বস্তিতে আগুন দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া তার কাছে নিত্যদিনের...
Developed by BDITHOST