নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:৩৩। ২৩ আগস্ট, ২০২৫।

অলিখিত ফাইনালে বড় পুঁজি পেল না বাংলাদেশ

মে ১৬, ২০২৫ ৫:০৩
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। যদিও সিরিজ নিশ্চিতের ম্যাচে তিনশোর্ধ্ব রান তাড়ায় বেশ ভালোভাবে এগিয়ে থেকেও হারতে হয়। ১-১ ব্যবধানে সিরিজে সমতায় থাকায় আজ কার্যত অলিখিত ফাইনাল।

সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২৫ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক দল।

আরও পড়ুনঃ  বগুড়ায় বসতবাড়িতে লুটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায় ইয়ং টাইগাররা। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফেরেন ব্যক্তিগত ২৬ রানে, তার আগে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফেরেন কোনো রান না করেই। এরপর দ্রুত বিদায় নেন রায়ান রাফসান, রান করতে ব্যর্থ হন আরিফুল ইসলামও।

আরও পড়ুনঃ  আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক আকবর আলি দলের হাল ধরার চেষ্টা চালিয়েছেন কিছুক্ষণ। তবে দলকে তিনি বেশিক্ষণ টানতে পারেননি। ব্যক্তিগত ৩৮ রানে থাকা অবস্থায় পথ ধরেন প্যাভিলিয়নের।

প্রিতম কুমার এদিনও ব্যর্থ হয়েছেন, শেখ পারভেজ জীবনও সতীর্থদের অনুসরণ করেছেন। ১১৮ রানে ৮ হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ দল তখন দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। দুইজন বেশ সাবলীল ইনিংস খেলছিলেন।

আরও পড়ুনঃ  মাইলস্টোনের ৩ শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

তাদের জুটির রান পঞ্চাশ ছাড়িয়ে আরও বড় হচ্ছিল। নিজেরাও ছুটছিলেন ব্যক্তিগত ফিফটির দিকে। তবে ৪০ বলে ৪২ রান করে ফিরে যান রাকিবুল, ভেঙে যায় ৮৪ রানের জুটি। অন্যপ্রান্তে অর্ধ-শতক তুলে নেন রাব্বি, ফিরে যান ৫৮ রানে। বাংলাদেশের ইনিংস থামে ২২৫ রানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।