
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়াদকালে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, ফুটপাত নির্মাণ করা হয়েছে। রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণের কারণে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন ওয়ার্ডের বাসিন্দারা। ওয়ার্ড পর্যায়ে নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে নগরবাসী। রাসিকের প্রকৌশল বিভাগসূত্রে জানা যায়, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গত ৫ বছরে ৩০টি ওয়ার্ডে ১৬৯ দশমিক ০৮৬ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ১৭৬ দশমিক ৯৩২ কিলোমিটার সিসি রাস্তা, ১৮৫ দশমিক ১৭৪ কিলোমিটার ড্রেন, ৭০ দশমিক ৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা ৭...
Developed by BDITHOST