নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১:০২। ১০ জুলাই, ২০২৫।

অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়ে আসছে বনি-দর্শনা

জুলাই ৯, ২০২৫ ৯:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা দর্শনা বণিক ও বনি সেনগুপ্ত। ‘কেয়ার অফ জার্নি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো স্ক্রিনশেয়ার করতে যাচ্ছেন তারা। এক ছয়-সাত বছরের শিশুর জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই টালিউড সিনেমাটি।

ছবিতে সেই শিশুর চরিত্রের নাম পাটু। মা-বাবা কেউ নেই। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঠাকুমার সঙ্গে থাকে সে। মা মারা যায়, একদিন বাবাও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু বাবাকে একবার চোখের দেখা দেখতে চায় সেই সহজসরল শিশুটি।

আরও পড়ুনঃ  প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন

একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। একা একাই চলে আসে অজানা-অচেনা শহরে। আর সেখানে এসে পাটু আরও সন্দিহান হয়ে পড়ে। কী করবে সে বুঝে উঠতে পারে না।

এমন সময় তার সঙ্গে দেখা হয় বামার। এই বামা চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। বয়সে অনেক বড় বামার সঙ্গেই ধীরে ধীরে পাটুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুনঃ  মহাসড়কে পুলিশের বেশে ডাকাতি করা দুজন গ্রেপ্তার

এরই মাঝে আরও একজনের সঙ্গে বামা ও পাটুর দেখা হয়। সেই চরিত্রের নাম রুমেলা। রুমেলা চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। বামা ও পাটুর সঙ্গে এক হয়ে রুমেলাও পাটুর বাবাকে খুঁজতে শুরু করে। এখান থেকে শুরু হয় এক অসমবয়সী বন্ধুত্বের গল্প।

আরও পড়ুনঃ  তিন শূন্য লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

‘কেয়ার অফ জার্নি’-তে বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃষাণজিৎ চৌধুরী। ছবি পরিচালনায় করছেন প্রতীক সরকার। শিঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।