নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:৫৪। ৭ জানুয়ারি, ২০২৬।

অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি

জানুয়ারি ৫, ২০২৬ ৭:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় শীতার্ত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।

উক্ত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২নং ওয়ার্ডে বসবাসরত শীতার্ত জনগণের মাঝে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক কম্বল বিতরণ করা হয়। শীতপ্রবণ এই এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬, নিখোঁজ ১৪

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিজিবি’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। স্থানীয়দের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে এবং জনসাধারণের সঙ্গে বিজিবি’র পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়।

আরও পড়ুনঃ  ৩ দিনের বিরতিতে যে বার্তা দিলেন মুস্তাফিজ

শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি তাঁর বক্তব্যে বলেন,“আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

আরও পড়ুনঃ  ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি’র এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।