চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কাজের’ অভিযোগে এক নারীর গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় ওই নারীর ঘরে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে, এই ঘটনায় মামলা হয়েছে; তদন্ত চলছে। শনিবার (১১ অক্টোবর) রাতে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে রোববার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তি ও মাদক কারবারের অভিযোগ তুলে তার বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এ সময় ওই নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে হেনস্তা করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, হুজরাপুর এলাকার বাসিন্দা...
Developed by BDITHOST