নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৯:০৭। ১৮ আগস্ট, ২০২৫।

অস্ট্রেলিয়া চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক: আমীর খসরু

জুলাই ৩, ২০২৫ ১১:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : বিরাজমান সংকটকালে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সুসান রাইলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

আরও পড়ুনঃ  হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং এর প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। অস্ট্রেলিয়া চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য এরই মধ্যে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করে যাচ্ছে এবং এই সহায়তা অব্যাহত রাখবে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অস্ট্রেলিয়া কোনো শঙ্কা দেখছে কী না— জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রটা এমন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাইরেও ভোটারেরা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থা থাকুক, সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক। এ বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কথা না।’

আরও পড়ুনঃ  হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

তিনি বলেন, ‘সারা দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। আমরা এবং তারা (অস্ট্রেলিয়া) মনে করছে, আগামী দিনের ভোটে জনগণ খুব উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে গ্রহণযোগ্য সরকার নির্বাচিত হবে, যা গণতন্ত্রের উত্তরণের পথকে এগিয়ে নেবে।’

আরও পড়ুনঃ  হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

দ্বিপাক্ষিক এই বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। কোথায়-কোথায় সহযোগিতা করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের দেশের যারা আছেন, এখানে দুই দেশের মধ্যে কিছু সমস্যা আছে… আগামী দিনে এসব সমস্যা কীভাবে সমাধান হবে, এ বিষয়ও আলোচনায় উঠে এসেছে।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।