
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, এক গবেষক ও ডিনস লিস্টভুক্ত ২২৬ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। রোববার (১৬ জুলাই) দুপুরে প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়। প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক। অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর তৌহিদুল ইসলাম স্বাগত বক্তৃতা দেন। এছাড়া অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষক শেখ খালেদ মোস্তাক ও অধ্যাপক ইব্রাহীম হোসেন মণ্ডল এবং শিক্ষার্থীদের মধ্যে শেখ হাসিব চেরাগী ও আব্দুল্লাহ আল সিয়াম তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে পুরস্কৃতদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, পুরস্কৃত হওয়ার সঙ্গে তাদের দায়িত্বও...
Developed by BDITHOST