
অনলাইন ডেস্ক : সারা দেশে মৌসুমি বায়ুর কার্যকারিতা কমে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। ফলে গরমের দাপটে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। তবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী কদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিহীন এলাকায় গরম আরও তীব্র অনুভূত হবে। তিনি আরও বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা ছিল বেশিরভাগ জায়গায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।...
Developed by BDITHOST