স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষিপুর আইডি বাগানপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা চলছে। একজন নারী হাতে ব্যগে করে হেরোইন দিচ্ছে মাদক সেবনকারিদের,নারী বসে থেকে টাকা নিচ্ছে ক্রেতাদের কাছে থেকে। এই এলাকার অলিগলি থেকে শুরু করে রেল লাইন ও প্রধান সড়ক পর্যন্ত কোথাও যেন আর নিরাপদ নয়। দিনের আলো কিংবা রাতের অন্ধকার, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়,গত বছর ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি ও নজরদারির শিথিলতায় বিভিন্ন কৌশলে মাদক কারবারিরা প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা চলছে।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আইডি বাগানপাড়া এলাকার ভেতরে যেসব ঘরে মাদক থাকে, সেসব ঘরের একটির সঙ্গে আরেকটির ভেতর দিয়ে যাতায়াতের পথ রয়েছে। অপরিচিতরা ঢুকতে গেলে জেরার মুখে পড়তে হয়। প্রবেশমুখগুলোতে মাদক কারবারিরা নজরদারির জন্য লোক রাখেন। এই এলাকা থেকে পাইকারি ও খুচরা দুইভাবেই মাদক বিক্রি হয়।
জানা গেছে, রাজশাহী আরএমপি রাজপাড়া থানার লক্ষিপুর আইডি বাগানপাড়া ও রেল লাইন প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা । প্রতিদিন ফেনসিডিল, হেরোইন, গাঁজা, ট্যপান্টা টেবলেটসহ বিভিন্ন মাদক কিনতে আসছে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওই মাদক বিক্রির স্পর্টে। এ সিন্ডিকেটের নেতৃত্বে ২ থেকে ৩ জন মাদক কারবারি রয়েছে। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করলেও তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। ওই এলাকায় মাদক সিন্ডিকেটের মূল হোতা, আইডি বাগাপাড়ার রেল লাইন এলাকার আকুলের ছেলে জন।
বুলবুলি ও জনের নেতৃত্বে রমরমে মাদক ব্যবসা চলছে। এসব মাদক কারবারিরা হলেন, আইডি বাগানপাড়া রেল লাইনের ধারে জনের স্ত্রী মোছা সাইদা বেগম, সাজ্জাদের মেয়ে পিংকি, সম্রাটের স্ত্রী জরিনা বেগম ও তার নাতনি বন্যা, সাজ্জাদের স্ত্রী হাসনা বেগম অরোফে ডাকান্নি বেগম, আইডি বাগানপাড়া রেল লাইন ধার লাকি এবং ফেলকি, বুলবুলি, হিরোইন গাঁজা, সানি -গাঁজা, লিজাসহ কিছু নারী ও পুরুষ। এরা বর্তমানে এলাকার চিনহৃত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলাও। তবে র্দীঘদিন যাবত ওই এলাকায় পুলিশের অভিযান না থাকায় ও মাদক কারবারিদের গ্রেপ্তার না করায় ব্যপরোয়া হয়ে উঠেছে।
স্থানিয়দের অভিযোগ, লক্ষিপুর আইডি বাগানপাড়া থেকে প্রতিদিন চিহৃত মাদক কারবারিদের কাছে হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ট্যপান্টা টেবলেট রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে যুবকরা এসে প্রকাশ্যে ক্রয় করে নিয়ে যায়। দিন রাত ২৪ ঘন্টা মাদক কারবারিরা সক্রিয় ভাবে মাদক বিক্রি করে। এলাকা বাসী তাদের মাদক কারবারে প্রতিবাদ করলে পড়তে হয় মাদক কারবারিদের হামলা, মামলাসহ হুমকির মুখে।
মাদক ব্যবসা নিয়ে রাজপাড়া থানার জামায়াত ইসলামের সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমরা মহানগর ডিবি পুলিশের কাছে বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছে, তবে এখনও কোন পদক্ষেপ নিতে দেখিনি। তিনি আরও বলেন মাদকের কারনে সমাজ ধ্বংস হচ্ছে তবুও পুলিশ প্রশাসন কেনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটাই বুঝতে পারছি না। তবে সমাজ থেকে মাদক নির্মুল হোক এটা আমি চাই।
এ বিষয় নিয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, তিনি প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চালান, এবং অভিযান অব্যাহত থাকবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করবেন। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীদের সাথে তার থানার কোন পুলিশ সদস্যর সম্পৃক্ততা প্রমান হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো: গাজিউর রহমান, সিটিটিসি ( চলতি দায়িত্বে) ও এডিসি মিডিয়া জানান, আমি আইডি বাগান পাড়ার মাদক ব্যবসায়ীদের বিষয় নিয়ে গোয়েন্দা সদস্যদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে বলবো।