
স্টাফ রিপোর্টার : স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বুধবার (১৯ নভেম্বর) রাত্রী ১২ টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মতি (২৫), ২। মোঃ আমির হামজা (২৫), ৩। মোঃ মিলন (৪২), ৪। মোঃ আকাশ (১৯), ৫। মোঃ আশিকুর রহমান (১৯), ৬। মোঃ হিরা (২৬), ৭। মোঃ হাসিনুর শেখ (৪০)কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে গাঁজা - ২৯১ গ্রাম, ট্যাপেন্টাডল - ১৩১ পিচ, ইয়াবা - ৪৬ পিচ, হেরোইন - ০৭ গ্রাম, মোবাইল - ০৫ টি ও নগদ - ৭০০০ টাকা উদ্ধার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া নামক এলাকার গলিতে বর্তমানে...
Developed by BDITHOST