
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে মাদকের হটস্পটে অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ) মহানগরের রাজপাড়া থানাধীন দাশপুকুর মোরস্থ রেললাইন এ অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আজ বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৫) রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন দাশপুকুর মোরস্থ রেললাইন হতে ১৫০ গজ দক্ষিন পার্শ্বে ডকইয়ার্ড মাঠ ভিতর অপারেশন পরিচালনা করে গাঁজা- ১৯০ গ্রাম (৪০ পুড়িয়া), ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৯০ পিস, নগদ টাকা- ৫৫০০। উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেফতারকৃতরা হলেন-মোছাঃ হাসানা হেনা (৬০), পিতা- মৃত রমিজ উদ্দিন, স্বামী- মৃতঃ সাজ্জাদ আলী, সাং-আইডি লক্ষিপুর (বাগানপাড়া), মোঃ ডলার আলী (২৯), পিতা-জালাল আলী, মাতা-মোছাঃ...
Developed by BDITHOST