নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:২৫। ৩০ জানুয়ারি, ২০২৬।

আইনি বিপাকে রণবীর

জানুয়ারি ২৯, ২০২৬ ১০:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং এবার বড়সড় আইনি ঝামেলার মুখে পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেশটির কর্ণাটকের বেঙ্গালুরুস্থ ‘হাই গ্রাউন্ড’ থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়ে।

অভিযোগের মূলে রয়েছে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র ‘চৌভুন্ডি দৈব্য’ সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননা। মাস কয়েক আগে ভারতের গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেট্টির কালজয়ী সিনেমা ‘কান্তারা’র ভূয়সী প্রশংসা করতে গিয়েছিলেন রণবীর।

আরও পড়ুনঃ  বাগমারায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে ডিএম জিয়া

অতি-উৎসাহে তিনি ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অনুকরণ করে অভিনয় দেখান। শুধু তাই নয়, অভিনেতা চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। রণবীরের এমন মন্তব্য ও শারীরিক ভঙ্গি ঘিরেই বিতর্কের ঝড় ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এই অভিযোগটি দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রণবীর সিং হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং অভিনয়ের নামে চামুণ্ডাদেবীকে উপহাস করে কর্ণাটকের সংস্কৃতিকে অপমান করেছেন।

আরও পড়ুনঃ  যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না

ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর যখন মঞ্চে এমনটা করছিলেন, তখন তিনি বার বার ইশারায় তাকে থামতে বলেছিলেন।

আরও পড়ুনঃ  জয়া কোনোদিনই মোটা হয় না : প্রসেনজিৎ

ঋষভ বলেন, ‘আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। সিনেমা বা অভিনয় হতেই পারে, কিন্তু যে দৈব্যের রূপ ওখানে দেখানো হয়েছে, তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয়। আমাদের কাছে এই দেব-দেবী খুব গভীর আবেগের জায়গা। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে সবাইকে নিষেধ করি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।