
অনলাইন ডেস্ক : নতুন বল নিতেই শেষ ১৬ রানে ৩ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংসে তারা ২৬৫ রানে অলআউট হয়ে গেছে। তখনও ২১১ রানে এগিয়ে থাকায় আইরিশদের ফলো-অনে ফেলতে পারত বাংলাদেশ। কিন্তু সেটি না করে নাজমুল হোসেন শান্ত’র দল দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে। জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ৪৭৬ রানে। এরপর মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে গতকাল (বৃহস্পতিবার) আয়ারল্যান্ড ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে আজ (শুক্রবার) ঘুরে দাঁড়ায় অ্যান্ডি বালবার্নির দল। ষষ্ঠ উইকেটে স্টিফেন দোহানি ও লরকান টাকার মিলে ৮১ রানের জুটি গড়েন। ৪৬ রানে ব্যাট করা দোহানি তাইজুল ইসলামের বলে বোল্ড হতেই ভাঙে সেই জুটি। ক্রিজে নেমে কোনো রান যোগ না করতেই তাইজুলের বলে বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রাইনও। এবার টাকার জুটি...
Developed by BDITHOST