
অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পারফরম্যান্স বিবেচনায় এই আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউ জায়গা পাননি সেরাদের একাদশে। ভারতকে বিশ্বকাপ জিতিয়েও সেরা একাদশে জায়গা পেলেন না অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে। ১১ জনের দলে তিন বিশেষজ্ঞ ব্যাটার, তিন পেস বোলিং অলরাউন্ডার, দুই স্পিন বোলিং অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে। বিশ্বকাপের সেরা একাদশ: ১) স্মৃতি মান্ধানা (ভারত)— বিশ্বকাপে ৪৩৪ রান করেছেন তিনি। সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। একটি শতরান ও দু’টি...
Developed by BDITHOST