নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৮:৪৮। ৬ আগস্ট, ২০২৫।

আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন সিরাজ-সালমানরা

আগস্ট ৬, ২০২৫ ৬:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর টেস্ট সিরিজে ২-২ ড্র নিয়ে ফিরেছে ভারত। যেখানে বড় অবদান ছিল সিরিজের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। ব্যাট হাতে সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং বোলিংয়ে সুফিয়ান মুকিমরা ছিলেন বেশ উজ্জ্বল। দারুণ পারফরম্যান্সের সুবাদে এসব ক্রিকেটার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ওভালে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের পক্ষে সিরাজ ৯ এবং প্রসিধ কৃষ্ণা ৮ উইকেট শিকার করেন। যা ইংলিশদের বিপক্ষে নাটকীয়ভাবে ভারতকে ৬ রানের জয় এনে দেয়। এরপর দুজনেই টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে পেয়েছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টস। সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করা সিরাজ ১২ ধাপ এগিয়ে ১৫তম হয়েছেন।

আরও পড়ুনঃ  আন্দোলনকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিচার্জ

৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করা কৃষ্ণাও পেয়েছেন ক্যারিয়ারসেরা ৩৬৮ পয়েন্ট। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি এগিয়ে ২৫ ধাপ উঠে গেছেন ৫৯ নম্বরে। এ ছাড়া সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট নেওয়া ইংলিশ পেসার জশ টাং ১৪ ধাপ এগিয়ে ৪৬তম হয়েছেন। এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে আলো ছড়ানো দুই নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি (৩ ধাপ এগিয়ে চতুর্থ) ও নাথান স্মিথও (২৪ ধাপ এগিয়ে ৮৫তম) বড় উন্নতি করেছেন টেস্টে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে তিনে আছেন যথাক্রমে– জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

আরও পড়ুনঃ  কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ব্যাট হাতে বড় রান দেখা গেছে ভারত-ইংল্যান্ড সিরিজে। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট। যদিও ব্যাটিং র‌্যাঙ্কিং সর্বশেষ হালনাগাদ হয়েছে ৩১ জুলাই। সে হিসেবে ওভাল টেস্ট এখনও বিবেচনায় নেয়নি আইসিসি। ৪৮১ রান করে সিরিজসেরা হওয়া ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয়। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন। ইংলিশ সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক (৭৫৪) ভারতীয় অধিনায়ক শুভমান গিল। যদিও সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী টেস্টে ৪ ধাপ পিছিয়ে ১৩তম ব্যাটার তিনি।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের হাসান নওয়াজ ২৪ ধাপ এগিয়ে ৩০তম, সাইম আইয়ুব ২৫ ধাপ এগিয়ে ৩৭তম, সাহিবজাদা ফারহান ৩৪ ধাপ এগিয়ে ৬৩তম এবং সালমান আলি আগা ১৫ ধাপ এগিয়ে ৭৬তম হয়েছেন। আর টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সুফিয়ান মুকিম (৬৯ ধাপ এগিয়ে ৩৫তম), মোহাম্মদ নওয়াজ (৫১ ধাপ এগিয়ে ৫৬তম) ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (২৩ ধাপ এগিয়ে ৩২তম)।

আরও পড়ুনঃ  ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে দুইয়ে আছেন জ্যাকব ডাফি ও অদিল রশিদ। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন। এ ছাড়া ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে আছেন যথারীতি অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও তিলক ভার্মা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।