
অনলাইন ডেস্ক: আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন (২ দশমিক ২২ বিলিয়ন) ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ হাজার কোটি টাকা। আগের মাস জুলাই ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি। রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আগের মাস জুলাইয়ে প্রবাসীরা আয় এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্টে প্রবাসী এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে আগস্ট মাসে সিআই বেড়েছে। জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সময় প্রবাসী আয় কমে যায়। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে জুলাই মাসে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেয়। এজন্য জুলাই মাসে প্রবাসী আয় আশঙ্কাজনকভাবে কমে যায়। এর আগে প্রবাসী আয় বাড়াতে সরকার বিভিন্ন...
Developed by BDITHOST