নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:২৫। ১ অক্টোবর, ২০২৫।

আগামী এসএসসি পরীক্ষায় চার বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন

অক্টোবর ১, ২০২৫ ৭:৫৩
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাংলা, আইসিটি, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনায় এ কাজ করা হয়েছে বলেন জানান বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন । তবে পূর্বের সিলেবাস ও নম্বর বিভাজন অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা : নেতানিয়াহু

বোর্ডের ওয়েবসাইটের দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক দুই মেয়র

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহু নির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে ৮ টি এবং ব্যাংকিং অংশ হতে ৭ টিসহ মোট ১৫ টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪ টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্বের সিলেবাস ও নম্বর বিভাজন অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ  এশিয়া কাপ ট্রফি নিয়ে গেছেন এসিসি সভাপতি, ভারতকে দেওয়া হবে কী?

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয়টি অতীব জরুরি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া ২২-০৯-২০২৫ তারিখের চিঠির স্মারকপত্র নং-৩৭.০৬.০০০০.৪০২.৭১.০৬৮.০২.৩১ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।