
ফরিদপুর ফরিদপুর : জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের ধানের শীষ প্রতিকের মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, ফরিদপুর-৪ আসন হবে ভ্রাতৃত্বের, সম্প্রীতির, সহাবস্থানের আগামী দিনে। ‘কেউ কোন দল করার কারনে, মতাদর্শের কারনে কেউ আমাদের কাছ থেকে নিপীড়িত হবেন না। এটা আমার অঙ্গিকার’। বুধবার ৫ (নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় শহীদুল ইসলাম খান বাবুলকে ফরিদপুর-৪ আসনে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিকে মনোনীত করায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ভাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি বলেন, ‘আমি ভাঙ্গার মানুষের কাছে বলতে চাই, আমরা কোন হিংসার রাজনীতি করবো না। আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না। আমারা তাদের নিরাপত্বা দিবো। ঢাল হিসেবে তাদের পাশে...
Developed by BDITHOST