
স্টাফ রিপোর্টার: এখন থেকে আন্তঃনগর ট্রেনে যাত্রার ১০দিন পূর্বেই ক্রয় করা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচদিন পূর্বে পাওয়া যেত অগ্রিম টিকিট। নতুন নিয়মে রাজশাহী রেলস্টেশনে টিকিট কাটার লোক নেই বললেই চলে। যাত্রার ১০দিন আগের টিকিট কেনার তাড়া নেই। তবে আগের মতোই ৩-৪দিন আগের টিকিট কাটছেন যাত্রীরা। সকালে রাজশাহী রেলস্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম এ টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে। আগামী ১৭ ই এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তখন আর কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনেই। কেবলমাত্র স্টান্ডিং টিকিট মিলবে...
Developed by BDITHOST