স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ সীমান্তের বিভিন্ন বন্দরে আটকে থাকা পেঁয়াজের চালান অবশেষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত সরকার। ফলে আজ শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আসা শুরু হবে। গতকাল শুক্রবার (১৯ সেপ্টম্ভর) রাতে ভারতের দিল্লিতে এক বৈঠক শেষে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের এই কথা জানান। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন বন্দরে শত শত ট্রাকে প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ আটকে আছে। আটকে থাকা পেঁয়াজ আজ থেকে বাংলাদেশে প্রবেশ করবে।
Developed by BDITHOST