নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:৪৩। ২ অক্টোবর, ২০২৫।

আজ বিদায় নিচ্ছেন দুর্গতিনাশিনী দুর্গা

অক্টোবর ২, ২০২৫ ৮:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : আনন্দময়ীর বন্দনায় যে উৎসবের শুরু হয়েছিল, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। উৎসব, আনন্দের বর্ণিল দেবীপক্ষ শেষে ভক্তকুলকে বিষাদে ভাসিয়ে মর্ত্যলোক থেকে স্বামীর ঘর কৈলাসে ফিরবেন ‘দুর্গতিনাশিনী’ দেবী দুর্গা। এর আগে ভক্তকূল তার বন্দনায় মেতেছেন। নারীরা তাদের নিজ নিজ স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিদুর খেলেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে সরকারী জায়গার ঘর ভেঙ্গে দিলো ইউএনও, হামলায় পিতা-পুত্র আহত

এদিন রাজশাহীর মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভীড় দেখা গেছে। ঢাকের তালে তালে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলী দেন ভক্তরা। পূজা ও সন্ধ্যা আরতির মধ্যদিয়ে শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে মণ্ডপগুলোতে।

আরও পড়ুনঃ  মহাষ্টমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আরএমপি কমিশনার

দশমী পূজায় প্রতিমার হাতে জবা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। বৃহস্পতিবার বিদায় নিবেন দেবী দূর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আরও পড়ুনঃ  শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল রাখলে যা করবে এনসিপি, জানালেন সারজিস

এদিকে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার মধ্যে নদীতিররবর্তী তিনিটি স্থানে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ আইনশৃঙ্খলা বাহিনী। মন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল পক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।