অনলাইন ডেস্ক : অভিনেত্রী সাদিয়া আয়মানের সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’ এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায়; ফলে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
তবে এখন কাজের ব্যস্ততা থেকে খানিকটা দূরেই এই অভিনেত্রী; তাই রয়েছেন অনেকটা ছুটির আমেজেই। সুযোগ পেলেই ঘুরছেন বিভিন্ন জায়গায়, সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের মাঝে।
এরই মধ্যে নজর কাড়ল সাদিয়া আয়মানের এক নতুন লুক। বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ ছবিতে নিজেকে মেলে ধরলেন। জানালেন, আজকের দিনে শুধু সাদা-কালোই বেছে নিলেন অভিনেত্রী!
ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা যায় তাকে। একটি ছবিতে তাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অন্যটিতে একটি চেয়ারে বসে আছেন। আরেকটি ছবিতে তিনি সিঁড়িতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন; যা ভক্তদের মাঝে সাড়া ফেলে দেয় খুব অল্প সময়েই।
তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে প্রশংসিত হয়েছেন সাদিয়া আয়মান। বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন কাজ রয়েছে বলেও জানা গেছে। বলা যায়, বেশ অল্প সময়ে বেশ সফল হয়েছেন এই অভিনেত্রী; বিশেষ করে ‘জেসমিন’ চরিত্রটি তাকে দর্শকদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।