নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:২৬। ২৯ আগস্ট, ২০২৫।

আজ সাদা-কালোই বেছে নিলেন সাদিয়া!

আগস্ট ২৮, ২০২৫ ১০:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী সাদিয়া আয়মানের সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’ এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায়; ফলে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

তবে এখন কাজের ব্যস্ততা থেকে খানিকটা দূরেই এই অভিনেত্রী; তাই রয়েছেন অনেকটা ছুটির আমেজেই। সুযোগ পেলেই ঘুরছেন বিভিন্ন জায়গায়, সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের মাঝে।

আরও পড়ুনঃ  অপরাধ দমন ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‍্যাব : অধিনায়ক পারভেজ

এরই মধ্যে নজর কাড়ল সাদিয়া আয়মানের এক নতুন লুক। বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ ছবিতে নিজেকে মেলে ধরলেন। জানালেন, আজকের দিনে শুধু সাদা-কালোই বেছে নিলেন অভিনেত্রী!

ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা যায় তাকে। একটি ছবিতে তাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অন্যটিতে একটি চেয়ারে বসে আছেন। আরেকটি ছবিতে তিনি সিঁড়িতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন; যা ভক্তদের মাঝে সাড়া ফেলে দেয় খুব অল্প সময়েই।

আরও পড়ুনঃ  এনসিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি

তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে প্রশংসিত হয়েছেন সাদিয়া আয়মান। বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন কাজ রয়েছে বলেও জানা গেছে। বলা যায়, বেশ অল্প সময়ে বেশ সফল হয়েছেন এই অভিনেত্রী; বিশেষ করে ‘জেসমিন’ চরিত্রটি তাকে দর্শকদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।