
স্টাফ রিপোর্টার: আটমাস ধরে মজুরি পান না রাজশাহী রেশম কারখানার শ্রমিকেরা। ঈদের আগে মজুরির টাকা পাবেন কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এই রোজায় তাহলে সংসার চলছে কীভাবে, এমন প্রশ্ন করতেই প্রিন্টিং শাখার কর্মচারী জয়নাল আবেদীন লালন বললেন, ‘রোজার ইফতার-সেহরিতে কোনদিন শাক, কোনদিন আলুভর্তা, কোনদিন ডিমভাজি এই অবস্থা। ইফতারে হয়তো মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম বা হয়তো ভাত ছিল, ভাতই খেয়ে নিলাম।’ জয়নাল বলেন, ‘কোনদিন খাই, কোনদিন খেতে পারি না এই অবস্থায় সংসার চলছে। ধার-দেনা অনেক হয়ে গেছে। দোকানদারও আর বাকি দিতে চাচ্ছে না। আমাদের দৈনিক বেতন ৩০০ টাকা। এতে কি হয়? এক কেজি আটা এখন ৫৫-৬০ টাকা। এক কেজি চাল ৬০ টাকা, ৭০ টাকা। তাহলে কীভাবে আমাদের সংসার চলে? ঈদের আগে বেতন পাব বলেও তো মনে হচ্ছে না। ৩ রোজাতে...
Developed by BDITHOST