
খোন্দকার মাহ্ফুজুল হক : দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। ভৌগলিক স্বাধীনতা অর্জনের পরবর্তী পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন। অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার বিষয়গুলো সময় সাপেক্ষ হলেও তা অর্জন অসম্ভব নয়। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর যে বিষয়টি প্রয়োজন তা হলো আত্মনির্ভরশীলতা, যা সময়ের পরিক্রমায় বাংলাদেশ অর্জনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আত্মনির্ভরশীল দেশ গড়ার আহ্বান জানিয়ে পথ চলা শুরু করেছিলেন তিনি। সে পথ চলা সময়ের বন্ধুর পথ মাড়িয়ে এখন গন্তব্যে পৌঁছা সময় মাত্র। ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের সল্পোন্নত দেশের তালিকায় স্থান পায়। উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হতে ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এবং ২০২১ সালে আবারো নির্ধারিত তিনটি শর্তই পূরণ করে। ফলে জাতিসংঘের নিয়মের আলোকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের...
Developed by BDITHOST