নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:৩৩। ১৫ মে, ২০২৫।

আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান

ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারো টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রদর্শণীর ফিতা কেটে উদ্বোধন করেন আত্রাই- রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথ ভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।

আরও পড়ুনঃ  নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

এ সময় প্রধান অতিথি প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন ষ্টল পরির্দশন করেন। পরির্দশন কালেপ্রধান অতিথির সহিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃআবু আনাছ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ প্রমূখ।প্রদর্শনীতে প্রায় ষোলটি স্টলে বিভিন্ন প্রজাতির গরু,ছাগল, ভেড়া,হাঁস মুরগি,কবুতর,বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করা হয়।উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।