
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও স্ত্রী তাসমিন নাহারকে জখম করার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে কথা বলার ঘটনায় আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে তিনি ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরেন। তার আইনজীবী জমসেদ আলী লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। পুলিশ কমিশনার আদালতে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় জনসমাগম বেশি ছিল। সেই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলেন। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের...
Developed by BDITHOST