জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এছাড়াও উভয় পক্ষের অন্তত ৪০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কুদ্দুস মোল্লা ওই এলাকার প্রয়াত হামেদ মোল্লার ছেলে। উভয় পক্ষের আহত প্রায় ৪০ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় কুটনার মোড় নামক স্থানে দবির মাতুব্বর এর দলের সোলেমান মাতুব্বর, বজলু মুন্সীর দলের শাহ আলম মুন্সী...
Developed by BDITHOST