
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি থেকে যশোর-১ (শার্শা) আসনে তার নাম ঘোষণা করার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়ে এ আহবান জানান। তৃপ্তি তার বার্তায় বলেন, “আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, ভাই এবং আপনজন। শার্শার মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতাই আমার প্রেরণার উৎস। আমি অনুরোধ জানাচ্ছি- আমরা সকলে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলি। তাঁদের নেতৃত্বে দলের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নই আমাদের মূল দায়িত্ব।” তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পাওয়ায় আমাদের কোনো...
Developed by BDITHOST