অনলাইন ডেস্ক : লন্ডনের রাস্তায় অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে হাঁটছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। সেখানে ভারতের জনপ্রিয় এই জুটিকে দেখে এক ব্যক্তি দূর থেকে তাদের লুকিয়ে ভিডিও করতে শুরু করেন। এরপর বিষয়টি বুঝে যান বিরাট, জানান প্রতিক্রিয়াও!
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বেশ দূর থেকে এবং পেছন থেকে ভিডিও করা হলেও বিরাট বুঝতে পারেন বিষয়টি। তারপর ঘুরে তাকান এবং কড়া চোখে তাকান ওই ব্যক্তির দিকে। সেখানে বিরাটের চোখ রাঙানি দেখে বোঝা যায়, এমন কাজ মোটেই পছন্দ হয়নি তার।
এর আগেও একই দিনে একটি ভিডিও ছড়িয়েছিল, যেখানে বিরাট ও আনুশকাকে একটি বেকারির বাইরে বসে থাকতে দেখা যায়। সঙ্গে ছিল না তাদের দুই সন্তান—শুধু তারাই ছিলেন।
জানা গেছে, খানিকটা ব্যক্তিগত সময় কাটাতেই লন্ডন গেছেন এই তারকা দম্পতি। ভারতের তুলনায় সেখানে বেশি স্বাভাবিকভাবে থাকতে পারেন বলেই এমন সিদ্ধান্ত।
এদিকে আনুশকাও বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে শোনা যাচ্ছে, ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই বলি অভিনেত্রী। যেখানে তাকে দেখা যাবে এক নারী ক্রিকেটারের চরিত্রে।