নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৬:৩৯। ৩ জুলাই, ২০২৫।

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে সাইবার হামলা

জুলাই ২, ২০২৫ ৩:১২
Link Copied!

অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইটে ‘পরিশীলিত’ ও ‘টার্গেটেড’ হামলা হয়েছে। আদালতের জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইসিসি’র জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, “গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি নতুন, পরিশীলিত ও টার্গেটেড সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পর শিগগরই তার আইসিসির সাইবার টিমের নজরে আসে তারা দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।”

আরও পড়ুনঃ  আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

এক্সবার্তায় আরও বলা হয়, “আদালত মনে করে, এ ধরনের ঘটনা এবং সেগুলো প্রতিরোধের প্রচেষ্টা সম্পর্কে জনগণ এবং আদালতের সদস্যরাষ্ট্রগুলোকে অবহিত করা অপরিহার্য। আইসিসি জনগণ এবং সব সদস্যরাষ্ট্রের সমর্থন নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। কারণ, জনগন এবং সদস্যরাষ্ট্রদের সমর্থন ন্যায়বিচার এবং জবাবদিহিতার গুরুত্বপূর্ণ আদেশ বাস্তবায়নে আদালতের সক্ষমতা নিশ্চিত করে, যা সমস্ত রাষ্ট্রপক্ষের একটি যৌথ দায়িত্ব।”

আরও পড়ুনঃ  অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি একটি বৈশ্বিক বিচার প্রতিষ্ঠান এবং এ ধরনের হামলাকে অবহেলা করা মোটেই উচিত নয়।

১৯৯৮ সালে রোম সনদের ভিত্তিতে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক আদালত। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন, হাঙ্গেরিসহ আরও কয়েকটি দেশ ব্যাতীত বিশ্বের বেশিরভাগ দেশই রোমান সনদে এ আদালত গঠনের পক্ষে স্বাক্ষর করেছে।

সদস্য দেশগুলোর যে কোনো ব্যক্তির বিচার করার এখতিয়ার আছে এ আদালতের। আইসিসি কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বা দণ্ড ঘোষণা করলে ওই ব্যক্তিকে ধরে আইসিসিতে পাঠানোর দায়িত্ব সদস্যরাষ্ট্রগুলোর।

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

এর আগে ২০২৩ সালে আইসিসিতে একবার সাইবার হামলা হয়েছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।