স্টাফ রিপোর্টার : রাজশাহীর মেয়ে মুনাজিয়া স্নিগ্ধা মুন (১৭) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ থেকে তিনি সাহসিকতার সঙ্গে শিশুদের নিরাপত্তা, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে থাকা মেয়েদের অধিকার রক্ষায় কাজ করছেন। নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মুনাজিয়া প্রতিষ্ঠা করেন “Survivor's Path”, একটি সামাজিক আন্দোলন যা সচেতনতা কর্মসূচি আয়োজন করে, আত্মরক্ষার কৌশল শেখায় এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করে। তিনি স্কুলে অভিযোগ বাক্স স্থাপন, দূরবর্তী গ্রামে সচেতনতামূলক কার্যক্রম এবং বাবা-মা, শিক্ষক ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি হাজারো মানুষের কাছে পৌঁছাচ্ছেন, প্রচারণা জোরদার করছেন এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করছেন। পাশাপাশি অফলাইনে তিনি কর্মশালার মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রভাবিত...
Developed by BDITHOST