অনলাইন ডেস্ক : বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর আগে হাইকোর্ট মোড়ে অবস্থান শেষে রাত সোয়া ৮টার দিকে মিছিল সহকারে তারা ফের শহীদ মিনারে ফিরে যান। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান। এ সময় তারা স্লোগান দেন: “২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে”, “অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে”, “হামলা করে আন্দোলন থামানো যাবে না”, “আগামীকাল শাহবাগ—ব্লকেড হবে, ব্লকেড হবে”। আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আজ শহীদ মিনার থেকে আমরা সচিবালয়ের দিকে এসেছি। কাল...
Developed by BDITHOST