নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:০৬। ৩০ অক্টোবর, ২০২৫।

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

অক্টোবর ২৯, ২০২৫ ১১:৩৯
Link Copied!

অনলাইন ডেস্ক : ভালো নেই টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

এরই মধ্যে এক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেল তার সর্বশেষ শারীরিক অবস্থা। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে অভিনেতাকে; আর আপাতত বাসায় ফেরার মতো অবস্থায়ও নেই হাসান মাহমুদ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানিয়েছেন, সেই অর্থে এটা স্ট্রোক না।

সানজিদা শিমুল বলেন, ‘বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে। ’

আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই অভিনেতা- জানিয়ে সানজিদা শিমুল বলেন, ‘এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। এই জন্য ৭ থেকে ৮ দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। কাজ করেছেন বড় পর্দাতেও। তবে গত কয়েক বছর ধরে যেন আড়ালেই ছিলেন এই অভিনেতা; বিনোদন অঙ্গনে দেখা মেলেনি আগের মতো। সেই নীরবতা ভেঙে সম্প্রতি নতুন ধারাবাহিকে কাজ করছেন বলে শোনা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।