অনলাইন ডেস্ক : সাইফের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই জয়লাভ করে টাইগাররা। রোববার (৫ অক্টোবর) টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৪৩ রানের সংগ্রহ পায় রশিদ খানের দল। আফগানদের দেওয়া ১৪৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১৪ রান করে আজমতউল্লাহর বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরে পারভেজ হোসেন ইমন। ইমন আউট হলে ব্যাট হাতে মাঠে আসে সাইফ হাসান, টাইগার আরেক ওপেনার তামিমকে সাথে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে সাইফ। দলীয় ৭৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ বলে ৩৩ রান...
Developed by BDITHOST