নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৪৭। ৭ জানুয়ারি, ২০২৬।

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

জানুয়ারি ২, ২০২৬ ৬:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রবল বৃষ্টি এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের কাবকান জেলায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসেফ সাঈদি এ তথ্য নিশ্চিত করেছেন এএফপিকে।

ইউসেফ জানান, বেশ কয়েক মাস শুষ্ক থাকার পর গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কাবকানসহ হেরাতের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বৃহস্পতিবার কাবকানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আরও পড়ুনঃ  বেগম জিয়া এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন: মিলন

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ হামাদ জানিয়েছেন, গত কিছু দিন ধরে আফগানিস্তানের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়াগত এই দুর্যোগের জেরে ইতোমধ্যেই কয়েক শ’ গৃহপালিত পশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১ হাজার ৮০০টি পরিবার।

আরও পড়ুনঃ  চা বিক্রেতার ছেলে মেডিকেলের চান্স, বই ও অনুদান দিলেন মিডিলাইপ হসপিটাল

দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব নিতে গিয়েছেন কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তরা ও কর্মীরা। ক্ষতির শিকার পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হামাদ।

প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মতো আফগানিস্তানেও গত বেশ কয়েক বছর ধরে খরা, অতিবর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দশকের পর দশক ধরে গৃহযুদ্ধের জেরে দুর্বল অবকাঠামো, প্রাকৃতিক বনজঙ্গল উজাড় হতে থাকা এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এসব দুর্যোগ এবং তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য দায়ী।
সূত্র : এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।